প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ২:৪০ পি.এম
বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে দুর্গাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত।।
পলাশ সাহা
দুর্গাপুর -নেত্রকোণা- প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ই সেপ্টেম্বর,রবিবার দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস- চাঁদাবাজি বা অন্যায় করে থাকে তবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।
তিনি আরো বলেন- বৈষম্যবিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ দিয়েছেন তাদের আত্ম্যার মাগফেরাত কামনা করছি। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের রাজনীতি ও অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে দিয়েছেন। এ দুর্গাপুরকে বৈষম্যবিহীন দুর্গাপুরে পরিনত করবো এবং দুর্গাপুরকে চাঁদাবাজ মুক্ত দুর্গাপুর গড়ে তুলবো। এ দুর্গাপুরকে হিন্দু মুসলিম হাজং- গারো- খ্রিস্টান সহ সকলের বসবাসযোগ্য দুর্গাপুর গড়ে তুলবো। রাজনীতি মানে শুধু রাস্তায় স্লোগান দেওয়া নয়- রাজনীতি হচ্ছে জনগনের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে- পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ এর সঞ্চালনায়- দূর্গাপুরের শহীদ মাসুম বিল্লাহ- ওমর ফারুক- জাকির হোসেন ও সাইফুল ইসলাম সহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ১মি. নীরবতা পালন শেষে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান। অন্যদের মধ্যে আলোচনা করেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র- রাসেল মিয়া- রেদোয়ান আহমেদ- তাজনীন জাহান পুন্য ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুর্গাপুরের বাসিন্দা শহীদ মাসুম বিল্লাহ- ওমর ফারুক- জাকির হোসেন ও সাইফুল ইসলাম এর পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২