প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১১:১২ এ.এম
বেতাগী-বরিশাল সরাসরি বাস চলাচল শুভ উদ্বোধন।।

মোঃ আল আমিন মল্লিক
বেতাগী বরগুনা প্রতিনিধি।।
বরগুনার বেতাগী-বরিশাল বাস চলাচল উদ্ভোধন করা হয়েছে। সোমবার -১৩ জানুয়ারী- বেতাগী বাস স্ট্যান্ডে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল পটুয়াখালী বাস ও মিনি বাস মালিক সমিতির সভাপতি মো. জিয়াউদ্দিন সিকদার।
বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের আহ্বায়ক মো. হারুন অর রশিদ রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক-
বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের যুগ্ন আহবায়ক মো. ফারুক শিকদার- বরিশাল-পটুয়াখালী বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ও বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. নাসির উদ্দিন মোল্লা।
বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সদস্য আহমদ মো. ইকবাল হোসেন সোহাগের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান ও পৌর বিএনপি'র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান- উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুন পারভেজ আসাদ ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাশেদ খানসহ আরও অনেকে। পরে নেতৃবৃন্দ ফিতা কেটে বেতাগী বরিশাল সরাসরি বাস চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২