প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৭:২৩ পি.এম
বেতাগী জামায়াতে সেক্রেটারির বাসায় দুর্ধর্ষ ডাকাতি-যৌথ বাহিনী তদন্ত

মোঃ আল আমিন মল্লিক , বেতাগী (বরগুনা):
বেতাগী উপজেলায় দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার জামায়াত সেক্রেটারি ও কলেজের প্রভাষক, সাংবাদিক শাহাদাত হোসেন মুন্নার বাসায় বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এ ডাকাতি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এমন ঘটনায় এলাকাবাসী আতঙ্কীত।
ঘটনার বিবরণে জানা যায়, সন্ধ্যার পর প্রভাষক শাহাদাত হোসেন মুন্নার ছোট ভাই শাহিন জরুরি কাজে বেতাগী বাসস্ট্যান্ডে যান। সে সময় বাসায় কেউ উপস্থিত ছিল না। এ সুযোগে দুর্ধর্ষ ডাকাত চক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও অন্যান্য কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরে খবর পেয়ে বেতাগী উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবং দ্রুত ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আশা দেন।
সুশীল সমাজের নেতৃবৃন্দ জানিয়েছেন, একটি ব্যস্ত বাজারসংলগ্ন এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতি প্রশাসনের জন্য সতর্কবার্তা। তারা বলেন, রাতের অল্প সময়ের ব্যবধানে এত বড় ডাকাতি সংঘটিত হওয়া নিঃসন্দেহে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নির্দেশ করে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, অপরাধীরা দ্রুত গ্রেফতার না হলে এলাকায় আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে।
এদিকে জামায়াত নেতা শাহাদাত হোসেন মুন্না বলেন এটি পরিকল্পিত বলে মনে হচ্ছে রাজনীতি পরিবেশ অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পিতভাবেই ঘটনাটি ঘটিয়েছে বলে আমার ধারণা হচ্ছে আমি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করব বিষয়টি তারা অতি দ্রুত তদন্ত করে দুষ্কৃতিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক এবং এর মূল পরিকল্পনা বের করা হোক।
বিষয়টি নিয়ে সুশীল মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে একই সাথে তারা প্রশাসনকে বিষয়টির নজরে নিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করার আশাবাদ ব্যপ্ত করেছেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির মুঠোফোনে জানান, “ঘটনা শোনার সঙ্গে সঙ্গে থানার তদন্ত অফিসার মোঃ ফারুক হোসেন খানসহ একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ চলছে। এ ব্যাপারে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২