প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:০১ এ.এম
বেতাগী উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন- ২০২৫।।

মোঃ আল আমিন মল্লিক
বরগুনা বেতাগী প্রতিনিধি।।
এসো দেশ বদলাই- পৃথিবী বদলাই’ শীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হবে ২০২৫-এর ৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
এ উপলক্ষে আজ বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উদযাপন সংক্রান্ত আলোচনা সভা।
উপজেলা প্রশাসকের কারর্যালয়ের হল রুমে কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির গাজী।এ সময় উপস্থিত ছিলেন বেতাগী অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান- বিএনপি'র আহ্বায়ক মোঃ হুমায়ুন মল্লিক- জামায়াত ইসলামী সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন মুন্না সহ সরকারি বেসরকারি কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- সাংস্কৃতিক কর্মী- ছাত্র প্রতিনিধিসহ-সাংবাদিকবৃন্দ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
তারুণ্যের এই উৎসবকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান এবং বীর শহীদদের আত্মত্যাগের চেতনা দৃঢ়ভাবে প্রস্ফুটিত করতে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এই আয়োজনের মূল লক্ষ্য।
এ ছাড়া উপজেলাসহ ইউনিয়ন পর্যা য়েও একযোগে উদযাপন করা হবে এ উৎসব। যোখানে থাকবে ক্রিকেট ম্যাচ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা- যুব সমাবেশ- জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ,জনসচেতনতা বিষয়ক কার্য ক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএলের আসর নিয়ে মহাপরিকল্পনার অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি-’র উদ্যোগে তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এই আয়োজন। এর সাথে সমন্বয় কাজ করবে সরকারের আরো সাতটি মন্ত্রণালয়।
এ উৎসবে আরো থাকছে যুব উদ্যোক্তাদের স্থানীয় শিল্প ও পণ্য বই মেলা প্রদর্শনী এবং উদ্যোক্তা সম্মেলন, যুবদের অংশগ্রহণে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান- পিঠা উৎসব-যুবদের ভাবনা বিষয়ক বিভিন্ন কর্মশালার আয়োজন ও উদ্ভাবনী উদ্যোগ-পরিচ্ছন্নতা অভিযান,প্রতিভা অন্বেষণে কুইজ,বিতর্ক,Depending প্রতিযোগীতা,কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতাসহ বিভিন্ন আয়োজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২