মোঃ আল আমিন মল্লিক,
বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎই একটি ঘরে আগুন লাগে। আগুন দ্রুতই পাশের অন্য দুটি ঘরে ছড়িয়ে পরে। এতে ওইসব ঘরের বাসিন্দাদের মালামালসহ নগদ টাকাও পুড়ে যায়।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার। এসময় তিনি ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা করেন। এ সময় বেতাগী থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন, ইউপি সদস্য মো. তাজুল ইসলাম, জনবানী পত্রিকার বেতাগী উপজেলা প্রতিনিধি মো. রিয়াজুল কবির বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার জানান, বেতাগীর সদর ইউনিয়নে তিনটি বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮