প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ১:৫১ পি.এম
বেতাগীতে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।।
![](https://dainikajkerbangla.net/wp-content/uploads/2025/01/1735908960854.jpg)
মোঃ আল আমিন মল্লিক
বেতাগী -বরগুনা- প্রতিনিধি।।
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে দরিদ্র ও অসহায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মুসলিম সুন্নাহ ফাউন্ডেশন।
শুক্রবার -০৩ জানুয়ারি- বিবিচিনি ইউনিয়নের রানীপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কারেন মুসলিম সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
বিবিচিনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিচুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, মাওলানা রফিকুল ইসলাম বিশ্বাস- মাও আবদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ লিটন সিকদার।
বিতরণ কার্যক্রম শেষে মুসলিম সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, 'আল্লাহর সন্তুষ্টির আশায় এবং সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২