সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ:
নোয়াখালী চৌমুহনীতে পারটেক্স গ্রুপের পরিবার ও আম্বার গ্রুপ চেয়ারম্যান ও বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বিকেলে চৌমুহনী হোয়াইট হাউস প্রাঙ্গণে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রায় ১২হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান দিপু, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির। জি এস রুবেল , ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। আম্বার গ্রুপের চেয়ারম্যান এর ব্যক্তিগত সহকারি আরিফ রায়হান রবিন।
এ সময় পৌরসভার লোকে মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। শীতের মাঝে শীত বস্ত্র কম্বল পেয়ে খুশি হয় দরিদ্র মানুষ এতে অনেকেই তাৎক্ষণিক হাত তুলে দোয়া করে থাকে। উল্লেখ্য শওকত আজিজ রাসেলের উদ্যোগে ও পারটেক্স পরিবারের আয়োজনে গত এক সপ্তাহ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের ১৬ ইউনিয়ন ও এক পৌরসভার মানুষ মাঝে ১১৫০০ কম্বল বিতরণ কার্যক্রম করে আসছে তারই ধারাবাহিকতা আজকের এই বিতরণ অনুষ্ঠান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮