সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ:
নোয়াখালী বেগমগঞ্জে এ. রহমান স্মৃতি ফাউন্ডেশন মেধা বৃত্তির পুরুষ্কার বিতরনী ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জমিদারহাট রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিঙ্গাপুর রহমান গ্রুপ স্বত্বাধিকারী ও রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনি।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে ও সহকারী প্রধান তাছাদ্দেক হোসেন ভূঁইয়া এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম স্কুল পরিচালনা পর্ষদে সদস্য কামাল উদ্দিন সহ বিভিন্ন স্কুলের প্রধান গন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ ধরনের বৃত্তি ও পুরস্কার প্রদান ভবিষ্যৎ প্রজন্মকে আরও উৎসাহিত করবে। শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তি সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেই ড. রহমান ফাউন্ডেশন নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮