শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং: চট্ট মেট্রো-১৪৯১)-এর এক জরুরি সভায় বৃহত্তর চকরিয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং উপ-লাইন পরিচালনার জন্য নতুন ১৭ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় জেলা কার্যালয় বাজারঘাটা, প্রধান সড়কস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
অনুমোদিত ১৭ সদস্যের নতুন কমিটিতে,সভাপতি পদে এম. জয়নাল আবেদীন,কার্যকারী সভাপতি: আকতার আহমদ,সিনিয়র সভাপতি: আব্দু রহিম,সহ-সভাপতি: মোঃ ফারুক, নুরুল আবছার, শাহ আলম,সাধারণ সম্পাদক: হাজী নুরুল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক: বাবু সজল কান্তি সুশীল,সহ-যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ বেলাল,সহ-সাধারণ সম্পাদক: মোঃ সাইফুল,সাংগঠনিক সম্পাদক: মোঃ ফোরকান,অর্থ সম্পাদক: মোঃ শরীফ হুজুর,দপ্তর সম্পাদক: মোঃ কায়সার,প্রচার সম্পাদক: মোঃ ফেরদৌস সুমন,লাইন সম্পাদক: মোঃ করিম,সিনিয়র সদস্য: নুরুল ইসলাম,সদস্য: মোঃ কাজল।
সভায় জানানো হয়—এই নবগঠিত কমিটি বৃহত্তর চকরিয়া, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং সংশ্লিষ্ট উপ-লাইনসমূহ পরিচালনা করবে। কমিটির সকল সদস্যকে সংগঠনমুখী করতে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এছাড়া জেলা কমিটির গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং সর্বদা জেলা কমিটির সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা নেতারা
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮