মো: সোহেল, ভোলা জেলা প্রতিনিধি:
বিশ্ব শিশু দিবস উপলক্ষে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন [ মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা ] এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলা ১৭২ নং মেদুয়া প্রাথমিক বিদ্যালয় –এ আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলার সভাপতি মোঃ হারুন অর রশীদ, তিনি বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা এর সদস্য, আমেনা খাতুন। তিনি বলেন শিশু অধিকার রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পথশিশু, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য বিশেষ সেবা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনাও উপস্থাপন করা হয়।
বক্তারা শিশু শ্রম, বাল্যবিবাহ, সহিংসতা, অপুষ্টি ও শিক্ষাবঞ্চনার মতো সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে আলোচনা করেন এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন বয়সের শিশুরা উপস্থিত ছিলেন। শিশুদের জন্য ক্ষুদ্র সাংস্কৃতিক পরিবেশনা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
ভিডিও কলে বক্তব্য রাখেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা এর প্রতিষ্ঠাতা [ জনাব মোঃ মাকসুদুর রহমান ] জানান “শিশুদের অধিকার রক্ষায় আমরা বছরজুড়ে কাজ করি। বিশ্ব শিশু দিবস আমাদের নতুন অঙ্গীকারের দিন।”শিশু অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ শৈশব গড়তে সমাজের সকল শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা এর পক্ষ থেকে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮