মোঃ আবু কাওছার মিঠু, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১০ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চল শাখার উদ্যোগে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ অনুষ্ঠান হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া মার্কেটের সামনে থেকে র্যালী নিয়ে ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে। র্যালী পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন
বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি নুর এ ইয়াছিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ঢালী মোঃ সুমন মাস্টার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সহ সভাপতি নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহসহ আরো অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢালী মোঃ সুমন মাস্টার বলেন, মানবাধিকার শুধু কোনো শব্দ নয়, মানবতার প্রতি সম্মান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার অঙ্গীকারই মানবাধিকার দিবসের মূল বার্তা।
আজকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা একত্রিত হয়েছেন এটি মানবাধিকার রক্ষার সংগ্রামের উদাহরণ।
আমরা প্রতিবন্ধী মানুষদের মাঝে হুইলচেয়ার বিতরণ আমাদের মানবিক দায়িত্ব পালনকে আরও অর্থবহ করেছে। সমাজের সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে এটাই আমাদের প্রত্যয়। আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা অসহায় মানুষের পাশে আছি, ছিলাম এবং থাকবো। আমরা আবারও জোরালোভাবে দাবি জানাচ্ছি সাংবাদিক সাগর-রুনি ও চিত্র নায়ক সালমান শাহসহ দেশের যত হত্যাকান্ড হয়েছে সকল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দ্রুত ব্যবস্থা করা হোক। মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনার মতো এ ঘটনার বিচারও ন্যায় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রয়োজন।
মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি ও সাম্য নিশ্চিত করতে আমরা সবাই যেন একসঙ্গে কাজ করতে পারি এই প্রত্যাশা করছি।
পরে “চিত্রনায়ক সালমান শাহ’র মাকে অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ মা’ হিসেবে সম্মাননা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮