মাহবুবুর রহমান (শান্ত)
নারায়ণগঞ্জের সাইনবোর্ড প্রেস ক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
২৪ জানুয়ারি শনিবার সকাল ১১টায় সাইনবোর্ড বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইনবোর্ড প্রেস ক্লাবের সভাপতি এমআই ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মো. এনামুল কবির লিটন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতা, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে সাইনবোর্ড সাংবাদিক ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠান শেষে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি ক্লাবের উত্তরোত্তর সাফল্য এবং গণমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮