প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৮:৪৫ এ.এম
বিপ্লবের সুফল পেতে বৈষম্য বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে- হেলালী।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
জুলাইয়ে রক্তাক্ত বিপ্লবের সুফল পেতে হলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সাংবাদিকসহ সকল পক্ষকে মতভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য সংহতি বাড়াতে হবে।
১৪ অক্টোবর-সোমবার- বিকেল ৫টায় চট্টগ্রামের জামালখাঁনস্থ চেরাগী পাহাড় মোড়ে "জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এ কথা বলেন।
এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে শহীদ হওয়া সকলের স্মৃতিচারণা এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক কামরুল হুদা- এবং সভার যৌথ সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব এবিএম ইমরান ও খোরশেদ আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য প্রবীন সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত। তিনি তাঁর বক্তব্যে শহীদদের অবদান এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। এছাড়াও তিনি বর্তমান প্রজন্মকে তাঁদের থেকে অনুপ্রাণিত হয়ে বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও নিউজগার্ডেন টুয়েন্টি ফোর এর প্রধান সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী। তিনি বলেন- শহীদদের ত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস। তাঁদের স্মরণে আমাদের কেবল শোক নয়- তাঁদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা উচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ- সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি- এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। তাঁরা সকলেই তাঁদের বক্তব্যে শহীদদের অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য চট্টগ্রামের সমন্বয়ক আরিয়ান লেনিন, অপর্ণা চরণ স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল হক এবং খুলশী থানা মহিলা দলের সভানেত্রী মনি আক্তার- সাংবাদিক এম ইসমাইল ইমন, সফিকুর রহমান,কাজী কমলা, খালেদা আক্তার ও সরোয়ার কামাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল পরিচালনা করেন নেজাম ইসলামী পার্টি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রব্বানী। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে দেশ ও জাতির মঙ্গল এবং সকলের জন্য ঐক্য ও শান্তি প্রার্থনা করেন।
এই স্মরণসভা দেশের ইতিহাসে শহীদদের অবদানকে পুনরায় স্মরণ করিয়ে দেয় এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাঁদের আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২