নিজস্ব প্রতিবেদন
ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও পথবাসী মানুষের মাঝে সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন বিপ্লবী যুব উন্নয়ন সংঘ (BJUS)।
২৯ মার্চ -শুক্রবার- ২৭ রমজান, বীরগঞ্জ উপজেলার প্রাণনগর -২৫ মাইল- এ বিভিন্ন এলাকা ঘুরে ৫০টি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার-এর মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
বিপ্লবী যুব উন্নয়ন সংঘ ঈদ উপহারে রয়েছে, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, সাধারণ সেমাই ১ প্যাকেট, গুড়ো দুধ ২ প্যাকেট , চিনি ৫০০ গ্রাম, মুড়ি ৫০০ গ্রাম।
সংগঠনের সূত্রে জানা গেছে “বিপ্লবী যুব উন্নয়ন সংঘ , বীরগঞ্জ উপজেলার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম জয় করছে সাধারণ মানুষের ভালোবাসা। এ ছাড়াও সংগঠনটি, স্বেচ্ছায় রক্তদান, রক্ত দানে তরুণদের কে উৎসাহিত করা, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপন কর্মসূচি, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম।
এসময় সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। পথবাসী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ব্যক্তি উদ্যোগে এই সংগঠনটি প্রতি বছরই এমন আয়োজন করে থাকে।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আবু বক্কর সুমন, মেহের খান , সভাপতি মোঃ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আদিল মাহমুদসহ ন্যান্য সদস্যরা রিজু, শামীম, রহমত, সোহেল, রাব্বি, শাহীন, নুরুজ্জামান, রাহাত, ফয়েজ, ওয়াজেদ সহ আরো অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮