সি:স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে চট্টশ্বরী রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের মালিকানাধীন আলমাস সিনেমা ও দিনার সিনেমা হলে ব্যবসা পরিচালনা করে আসছেন সাত মুক্তিযোদ্ধাসহ মোট ১২ জন ব্যবসায়ি। গত একসপ্তাহে আগে নোটিশ ছাড়াই শুধুমাত্র মৌখিকভাবে দোকান ছেড়ে দিতে বলা হয়। এতে হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তে কথাশুনে বিপাকে পড়েছেন ব্যবসায়িরা।
ব্যবসায়িদের দাবি, দীর্ঘদিন ধরে দোকান ও বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি। আমরা কোনো ক্ষতিপূরণ চায়না। দোকান অবশ্যই ছেড়ে দিবো। তবে তাদেরকে সময় দিতে হবে। হঠাৎ করে তারা কোথায় যাবেন। ব্যবসার এতোগুলো জিনিষপত্র ও মালামাল নিয়ে হঠাৎ কোথায় যাবো। নোটিশ না দিয়ে এভাবে উচ্ছেদ চরম অন্যায়, যা কোনভাবে কাম্য নয়। এভাবে জোর করে উচ্ছেদ করা হলে বিরাট ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভুক্তভোগী ব্যবসায়ি নুর হোসাইন বলেন, ‘আমি দীর্ঘ ৩৫ বছর ধরে ব্যবসা করছি। নিয়মিত দোকানের ভাড়া পরিশোধ করে আসছি। আমি ছাড়াও ১২ জন ব্যবসায়ি সবাই কারো একটাকাও বকেয়া নেই। নোটিশ না দিয়ে এভাবে উচ্ছেদ মারাত্বক অন্যায়। আমাদের সময় দেওয়া হোক, চলে যাবো।
এই ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের চট্টগ্রাম জোনের ম্যানেজার আজিজুল ইসলাম ও পরিচালক ফয়জুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮