নীলফামারীর ডিমলায় তারে কাঁথা শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আপন ভাই ও বোনের মৃত্যু হয়েছে।সোমবার -২ ডিসেম্বর-উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খাল পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।মৃতরা একই গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে জহুরা খাতুন -১০- ও ছেলে হাচিনুর রহমান -৫-।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতদের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে- ঘটনারদিন সকাল ১১টার সময় বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে জহুরা নিজ ব্যবহৃত কাঁথা শুকাতে দিতে গেলে বৈদ্যুতিক তারের সাথে জিআই তারের স্পর্শে জহুরা বিদ্যুৎস্পৃষ্ট হয়।এ সময় তাকে বাঁচাতে ছোটভাই হাচিনুর এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে জহুরার মৃত্যু হলেও শিশু হাচিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দুপুরে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি- ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের অভিযোগ না থাকায় মৃত ভাই-বোনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা নম্বর ৬০- তারিখ-২-১২-২০২৪ইং দায়ের করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮