আমিরুল হক, নীলফামারী ।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, এসএসসি, এইচএসসি কিংবা উচ্চ শিক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না। বিজ্ঞানভিত্তিক মান সম্পন্ন পাঠদানে শিক্ষার্থীদের গড়ে তুলতে তুলতে হবে। গত সোমবার রাত সাড়ে ৮টায় নীলফামারীর সৈয়দপুরে সরকারি বিজ্ঞান কলেজে এক মতবিনিময় সভায় প্রধাান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রতিটি শিক্ষার্থীকে সোনার মানুষ হতে হবে। অনুষ্ঠানে দেরিতে আসায় ও স্বল্প সময় দেওয়ায় দু:খ প্রকাশ করে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমি এ প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি। অনেকদিন থেকেই এ প্রতিষ্ঠানটিতে আসার ইচ্ছে ছিল আমার। প্রতিষ্ঠানটি অনেক সুনাম করছে। যে প্রতিষ্ঠানগুলো ভালো করছে সেগুলোকে দিয়ে সারাদেশে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করা হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শোনার আছে, জানার আছে। তাই আবারো শুধুমাত্র এ প্রতিষ্ঠানটির উদ্দেশ্যেই আসার জন্য প্রতিশ্রæতি দেন তিনি।
সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সভাপতিত্ব মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল খবির চৌধুরী, প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও নায়েমের পরিচালক ড. আমির আলী আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনসহ স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮