চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাপড় এবং বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে।
গত ২৪ ডিসেম্বর দিন ও রাতে পরিচালিত পৃথক চারটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একটি বড় চোরাচালানি চক্র কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আনা পণ্য কাভার্ড ভ্যানে করে ঢাকায় পাচারের পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদরের রেলওয়ে মাঠ এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। অভিযানে ওই কাভার্ড ভ্যান থেকে ২,৫১১ কেজি ভারতীয় জিরা এবং ১৮০টি ভারতীয় শাল ও চাদর জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৭১ হাজার টাকা।
অপরদিকে ব্যাটালিয়নের ৪টি বিওপির আওতায় আরও তিনটি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ লাখ ১ হাজার ৫০০ টাকা মূল্যের ১৩ কেজি গাঁজা এবং ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ২৪ ডিসেম্বরের অভিযানে জব্দকৃত মালামাল ও মাদকের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২৯ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, পণ্য চোরাচালান দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং সরকার এর ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয়। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখবে এবং জড়িতদের শনাক্ত করার কাজ অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮