প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৫:৩৩ এ.এম
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল।।

ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সিএমইউজের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকেরা বলেন- বরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজী জাতিকে বহু সেবা দিয়েছেন। তিনি সংবাদকর্মীদের অধিকার আদায়ের জন্য জন্য কাজ করেছেন এবং এখনও করছেন। তিনি যোগ্যতার সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তার কোন বিকল্প নেই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারো কর্মক্ষেত্রে ফিরতে পারে আমরা সেই কামনা করছি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন’র সিনিয়র সদস্য মাহাবুবুর রহমান।
দোয়া মাহফিলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক সালেহ নোমান- সি: সদস্য কামরুল হুদা- নাজিম উদ্দিন মজুমদার- সাইফুল ইসলাম শিল্পী- আরিফুর রহমান, জামাল উদ্দিন হাওলাদার, সোহাগ বিশ্বাস ও সাইফুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী মূলত একটি কিডনি নিয়েই চলছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তার শরীরে তৈরি হয় নানা জটিলতা। সে জটিলতা সামলে উঠতে সময় যাচ্ছে হাসপাতালের বেডে। ব্যাক পেইন- উচ্চ ডায়াবেটিস- শরীরে সোডিয়াম-ক্যালসিয়ামের অস্বাভাবিক ঘাটতিসহ নানা রোগে গুরুতর অসুস্থ তিনি।
রাজধানীর ঢাকার বিআরবি হাসপাতালের বেডে এখন তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন। থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ মুহূর্তে বিদেশ নেওয়া যাচ্ছে না। ফলে বাংলাদেশেই চিকিৎসা নিতে হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২