প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৪:৫১ পি.এম
বিএনপি নেতা নাজিম উদ্দীন আহমেদ এর জানাজায় হাজারো মানুষের ঢল

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দীন আহমেদ এর জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। অনেক দূর দূরান্ত থেকে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য হাজার হাজার জনতা ছুটে আসে। এ সময় অনেককে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে। উল্লেখ্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দীন আহম্মেদ -৮৫-সোমবার রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
নাজিম উদ্দিন আহম্মেদ লক্ষ্মীপুর-১ -রামগঞ্জ- আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক সূত্রে জানা যায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ভাদুর গ্রামের মিয়া বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে নাজিম উদ্দিন আহম্মেদ জন্মগ্রহণ করেন। রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ১৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ২টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা ও ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নাজিম উদ্দিন আহম্মেদকে ভাদুর মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ঢাকা মহানগর -দক্ষিণ- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ইমাম হোসেন, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার সহধর্মীনি নাসিমা হক, বিএনপি জোটের শীর্ষ নেতা শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাহার, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, আবদুর রহিম ভিপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২