অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম বলেছেন-
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের উন্নয়ন করা হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশের কৃষি নির্ভর দেশ। কৃষিকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের জীবন যাত্রার মান উন্নয়নে বিএনপি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের বেশির ভাগ কৃষক গ্রামে বাস করে । কৃষি পণ্য উৎপাদন কাজে যারা সরাসরি নিয়োজিত তাদের বড় একটি অংশ হলো প্রান্তিক কৃষক। আমাদের দেশে ক্ষুদ্র- প্রান্তিক ও বরগা চাষীদের সংখ্যা বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দেশের প্রতিটি ইউনিয়নে গিয়ে কৃষকদের কথা শুনছেন। যে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে- রোদে পোড়ে- বৃষ্টিতে ভিজে- ফসল ফলায় সেই সব কৃষকরা আজ অবহেলিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জীবন মান উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময় কৃষকদের কোন উন্নয়ন করা হয়নি ।আওয়ামীলীগ সরকার কৃষকদের প্রনোদনার মাধ্যমে যে সার- বীজ দেবার কথা ছিল তা ঠিকমতো প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের হাতে পৌঁছায়নি । কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা বিতরণ কাজে নিয়োজিত ছিল কিছু অসাধু ব্যক্তি- স্থানীয় প্রভাবশালী নেতা- কর্মীরা। আওয়ামীলীগ সরকার অকৃষকদের স্বজন প্রীতির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। ফলে প্রকৃত কৃষকরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রকৃত কৃষকদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে কৃষকদের উন্নয়নে কাজ করবে।
মানিকগঞ্জ জেলা জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ সফল করার প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ - সভাপতি ও ঢাকা বিভাগীয় আহ্বায়ক আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সভাপতি কৃষক দলের প্রস্তুতিমূলক সভায় আরো বক্তব্য রাখেন- কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক হালিম খাতুন লুচি- সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান- ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী- সহ- সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম ভূঁইয়া, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
মানিকগঞ্জ জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয়- মুন্নু সিটি -মানিকগঞ্জে শনিবার কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে মূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভা পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮