প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৭:৩৪ পি.এম
বিএনপি ঐক্যবদ্ধ হলে ঝালকাঠির দুই আসনে বিজয় নিশ্চিত: বিলকিস জাহান শিরিন

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠির দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে হাত উঁচিয়ে সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস জাহান শিরিন বলেন, “দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাদের মনোনয়ন দিয়েছেন, তা বিএনপির জন্য প্রাথমিক বিজয়েরই ইঙ্গিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের মধ্যে ঐক্য বজায় রাখা। বিভাজন থাকলে তার ফলাফল নেতিবাচক হবে।” বিএনপি ঐক্যবদ্ধ হলে ঝালকাঠির দুই আসনে বিজয় হবে এটা নিশ্চিত। তিনি আরও বলেন, “যারা দীর্ঘদিন ধরে দলের জন্য নির্যাতন সহ্য করেছে, রক্ত ঝরিয়েছে—তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কমিটি ও নেতৃত্ব নিয়ে বিভক্তি ভুলে গিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেওয়া যাবে না।”
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা এলেন ভুট্টো। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২