প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ১২:২১ পি.এম
বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালামের ইন্তেকাল

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি,গাজীপুর জেলা বিএনপির সাবেক আহব্বায়ক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য, উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ গ্রামের মরহুম মোহাম্মদ নজির মিয়ার পুত্র বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট দানবীর,শিক্ষানুরাগী ও সমাজসেবক খন্দকার আব্দুস সালাম (৭২) বৃহস্পতিবার গভীর রাতে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উপজেলার বেগম সুফিয়া মডেল হাই স্কুল মাঠ, গোলামনবী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ এবং সর্বশেষ নিজ গ্রাম আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গাজীপুর ও কালিয়াকৈর উপজেলা বিএনপি ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২