শওকত আলম, ককসবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া–হোয়াইক্যংয়ের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণকারী ও ডাকাত চক্র নির্মূলে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে চক্রটির একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত একাধিক আস্তানা শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) টেকনাফ থানাধীন দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকা থেকে বাহারছড়া–হোয়াইক্যংয়ের গভীর পাহাড়ি অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আফজাল হোসেন ভূঁইয়া–এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় টেকনাফ থানা পুলিশ, বাহারছড়া তদন্ত কেন্দ্র, র্যাব–১৫, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলা পুলিশের একাধিক টিম। যৌথ বাহিনী প্রায় ১৪ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পাহাড়ি এলাকায় অপহরণকারী ও ডাকাত চক্রের ব্যবহৃত ৩টি ডেরা (আস্তানা) শনাক্ত করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রাইফেলের ৫টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, চক্রটি আগ্নেয়াস্ত্র ব্যবহারে অভ্যস্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযানে অপহরণকারী চক্রের একজন সক্রিয় সদস্য মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০)–কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড়ি এলাকায় সন্ত্রাস, অপহরণ ও ডাকাতি প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দুর্গম অঞ্চলে অপরাধী চক্রের নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস করতেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ও কার্যকর অভিযান চললে পাহাড়ি এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮