লিটন রানা, শেরপুর:
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জে মানুষ ও হাতির মধ্যে দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১জানুয়ারি (বুধবার) সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রায় ৫০০ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি ও বক্তারা বলেন, মানুষ–হাতি দ্বন্দ্ব একটি বড় সামাজিক ও পরিবেশগত সমস্যা। এ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। হাতির চলাচলের করিডর রক্ষা, হাতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, পিআইওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইআরটি (ইমার্জেন্সি রেসপন্স টিম) সদস্য এবং স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভা শেষে মানুষ–হাতি দ্বন্দ্ব নিরসনে করণীয় বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮