সিনিয়র স্টাফ রিপোর্টার, সিলেট
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাকড়সী সুনুকা মার্কেট থেকে মাকড়সী পশ্চিম পাড়া হয়ে মাকড়সী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিমুখ পর্যন্ত ২৮০০ ফুঁট রাস্তা পুননির্মাণ করা হচ্ছে। এতে করে মাকড়সীর আশপাশে বসবাস করা মানুষদের জন্য এই রাস্তাটি পুননির্মাণ করায় এলাকার মানুষদের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ । দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে কোনো কাজ করা হয় নি। বর্ষা এলেই বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যেতো পুরো রাস্তা, এতে গাড়ি চলাচলে ও মানুষ চলাচলে বড় সমস্যা হয়ে দাঁড়াতো। এছাড়াও নদী ভাঙ্গনের ফলেও এলাকার রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যেতো যার ফলে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এলাকাবাসীর জন্য। দীর্ঘদিন থেকে রাস্তাটি অবহেলিত থাকার কারণে অবশেষে এই রাস্তাটি পুননির্মাণ করা হচ্ছে। এতে করে এলাকাবাসী সহ স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র, অসুস্থ রোগীদের জন্য চলাচলে সুবিধা পাবে। রাস্তা পুন নির্মাণ প্রকল্পের সভাপতি করা হয় উক্ত ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সীমা রানী দাসকে এবং সদস্য সচিব করা হয় পর্তুগাল প্রবাসী ও সমাজ সেবক মোঃ জায়েদ আহমদ কে।
এই রাস্তাটি সম্পন্ন হলে এলাকার মানুষ উপকৃত হবেন বলে জানান পর্তুগাল প্রবাসী মোঃ জায়েদ আহমদ। সাবেক ইউপি সদস্য মোঃ আবদুস সাত্তার ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মিজানের আপ্রাণ প্রচেষ্টায় এই রাস্তা পুন নির্মাণ হচ্ছে।
এছাড়াও এই রাস্তাটি হওয়ার ফলে উপজেলা ও শহরের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হবে। রাস্তাটির উন্নয়ন হলে এলাকাবাসীর কৃষি ও ব্যবসা খাতে উন্নয়ন হবে বলেও মনে করছেন রাস্তার দুই পাশে বসবাস করা স্থানীয় বাসিন্দারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮