এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বারদী হাই স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য ও পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান। ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও মাই টিভির সিনিয়র সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, অনুষ্ঠানের সদস্য সচিব ইব্রাহিম আদনান, মুখ্য সমন্বয়ক দেওয়ান ফজলুর রহমান, তোফাজ্জল হোসেন ও প্রধান উপদেষ্টা হাজী মুজিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক শাহ আলম, দেওয়ান হাবিবুর রহমান, প্রকৌশলী শাহাদাত হোসেন, বারদী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, সোনারগাঁও থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার, সোনালী ব্যাংকের এজিএম দেওয়ান মতিউর রহমান, ব্যাংকার মনির হোসেন, প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, অধ্যাপক মোস্তফা কামালসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রাক্তন শিক্ষার্থীরা।
সকালে পিঠাপুলি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্র শোক ঘোষণার কারণে নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়।দিনব্যাপী এ আয়োজনে বারদী হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়, যা প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য ও শিক্ষা আন্দোলনের স্মৃতিকে নতুন করে উজ্জীবিত করে।
প্রয়োজন হলে এটি আরও সংক্ষিপ্ত, লোকেশন ডেটলাইন যুক্ত, বা নির্দিষ্ট পত্রিকার স্টাইল অনুযায়ী সাজিয়ে দিতে পারি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮