মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
বাজার শেষে মায়ের সাথে বাড়ি ফেরা হলো না ঝালকাঠির কাঁঠালিয়ার ছালমার। তিনি ব্রীজ থেকে খালে পরে নিখোঁজ রয়েছে।
বুধবার -৯ অক্টোবর- বিকেলে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানি বাজারে এ ঘটনা ঘটে। নিখোঁজ সালমা আক্তার -২৫- উপজেলার আওরাবুনিয়ার চোদ্দ বালিয়া গ্রামের মৃত ইউসুফ সিকদারের মেয়ে। বিষয়টি নিশ্চিত করছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মংচেন।
স্থানীয়রা জানান- বিকেলে মা বিলকিস বেগমের সাথে সাতানিতে বাজারে আসে ছালমা। বাজার শেষে বাড়ির ফেরার জন্য ব্রীজ পারাপারের সময় দুটি ইজিবাইক ওঠে। ব্রীজের চওড়া কম হওয়ায় ইজিবাইক যাতে পাশ কাটিয়ে যেতে পারে সেজন্য ব্রীজের পাশের রেলিং উঠার চেষ্টা করেন ছালমা। তখন তিনি পা ফসকে খালে পড়ে নিখোঁজ হন।
কাঁঠালিয়া থানার ওসি মংচেন বলেন, খবর শুনে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসেছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের অভিযান চালাচ্ছে। তবে বরিশাল থেকে ডুবুরি দল এলেও রাত হয়ে যাওয়াতে এখনো অভিযান শুরু করেনি ডুবুরি দল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮