দৈনিক আজকের বাংলা,
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে স্থায়ী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের স্বীকৃতি দিয়ে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলোকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর ওপর জোর দিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে নতুন নতুন সহযোগিতার পথ খুঁজে বের করার গুরুত্বারোপ করেছেন তারা।
বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), শিক্ষা এবং পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশি ওষুধ শ্রীলঙ্কায় রপ্তানি এবং শ্রীলঙ্কার শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।
পররাষ্ট্র সচিব চলতি বছরের শেষে শ্রীলঙ্কার প্রস্তাবিত পররাষ্ট্র দপ্তর পরামর্শ (FOC)-এর পরবর্তী ধাপ আয়োজনের প্রশংসা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮