প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৭:১০ পি.এম
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা অনুপ্রবেশকারী ৫৩ জন বিদ্রোহী আটক

তৌহিদ বেলাল,
কক্সবাজারের টেকনাফে সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলি চলাকালে সংঘাত থেকে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৩ জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি গতকাল (রোববার) বিকেলে তাদের গ্রেপ্তার করে।
সীমান্তের একাধিক সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং কুখ্যাত সন্ত্রাসী নবি হোসেন বাহিনীর মধ্যে প্রচন্ড গোলাগুলি ও থেমে থেমে গুলিবর্ষণ চলছে। অন্যদিকে মিয়ানমার জান্তা বাহিনীও আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা ও বোমা হামলা চালাচ্ছে। গেল শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত দু'পক্ষের ব্যাপক গুলিবিনিময়ে সীমান্ত এলাকা কেঁপে ওঠে। দেখা দেয় টানটান উত্তেজনা।
মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেওয়া আরকান আর্মির (এএ) সঙ্গে টানা চারদিনের সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। গুলিবিনিময় চলাকালে আরকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলাও চালায়। এতে রোহিঙ্গা বিদ্রোহীরা পিছু হটলে আরকান আর্মি তাদের তাড়া করে বাংলাদেশ সীমান্ত ভূখণ্ডের কাছাকাছি এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা সুলতানা আফনান (১০) গুলিবিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত শিশুটির সাথে থাকা তার চাচা শওকত আলি পরে জানান, গুলিবিদ্ধ হুজাইফা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জসিম উদ্দিন বলেন, 'হুজাইফা সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে আরকান আর্মির সদস্যরা নাফ নদীর বেড়িবাঁধের ওপরে এসে এলোমেলো গুলি ছোঁড়ে। এতে আমার মেয়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।'
সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ জন সদস্য পালিয়ে আসার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তাদের মধ্যে তিন-চারজন গুলিবিদ্ধও রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ চলছে। প্রাণ বাঁচাতে ৫৩ জন সন্ত্রাসী ও তাদের সহায়তাকারী এক বাংলাদেশিকে অনুপ্রবেশের সময় আটক করে বিজিবি। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটকদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২