আফসানা মিমি, স্টাফ রিপোর্টার
সাভারে অবস্থিত বাংলাদেশ বৈষম্যবিরোধী রাষ্ট্র সংস্কার ফাউন্ডেশনের দিত্বীয় কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন সভাপতিঃ রাকিব মুসুল্লী এবং সাধারণ সম্পাদকঃ হৃদয় হাসান।
জানা যায়, ২০২৪ এর সেপ্টেম্বরে সংগঠনটির শুরু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা তিনশত -৩০০- সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয় এবং চলতি বছরের ১৭-ই জানুয়ারি সংগঠনটির দিত্বীয় কার্যনির্বাহী সদস্য ঘোষণা করা হয়।
সংগঠনটির নতুন কমিটিতে আরও স্থান পেয়েছেন, সহ-সভাপতিঃ আফসানা মিমি, সহ-সভাপতিঃ ইশতিয়াক আহমেদ- সহ-সভাপতিঃ আহান্তী অনু মেঘলা, সহ-সভাপতিঃ মোঃ তামিম, সাধারণ সম্পাদকঃ হৃদয় হাসান, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ ইমন মীর, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মারুফ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদকঃ শাকিল আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদকঃ তৌহিদুল ইসলাম সানভি, সাংগঠনিক, রেদোয়ান হাসান অপু, দপ্তর সম্পাদকঃ শিহাব খান, কোষাধ্যক্ষঃ হাসান বাদশা, প্রচার সম্পাদকঃ শিহাব ইসলাম সাকিব, ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাব্বি হাসান, গণ শিক্ষা বিষয়ক সম্পাদকঃ আরোহী জান্নাত, তদন্ত ও আইন বিষয়ক সম্পাদকঃ ইসমিতা ইসলাম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদকঃ মোঃ আশরাফুল ইসলাম, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদকঃ আরিয়ান তুহিন, শ্রম বিষয়ক সম্পাদকঃ হাসিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদকঃ পারভেজ মোশাররফ সিয়াম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ মোঃ ফেরদৌস হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকঃ সুমাইয়া আহমেদ, ক্রিড়া সম্পাদকঃ আল হাসিব, ছাত্রী বিষয়ক সম্পাদকঃ সানজিদা সরদার, তথ্য ও গবেষণা সম্পাদকঃ রিদু ফারদেস, মিডিয়া বিষয়ক সম্পাদকঃ সৌরভ আহমেদ, উপ-সম্পাদকঃ শ্রাবণী আক্তার মাহি, উপ-সম্পাদকঃ মোঃ ছামি, উপ-সম্পাদকঃ নুসরাত জাহান নিহা, উপ-সম্পাদকঃ রাফিউল রাফি ইফতি।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি বলেন, প্রতিবাদী সৈনিকদের সমন্বয়ে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যেকোনো বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করার পাশাপাশি দেশের সংস্কার এবং দেশ ও মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮