নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪পরিবারের মাঝে গরু- ছাগল- ভ্যানগাড়িসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার -১৬ জানুয়ারি- দুপুরের দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূরসোনাপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সদস্য শাহাদাত হোসেন সোহরাওয়ার্দী। এ সময় ছাগল ২০টি- সেলাইমেশিন ২টি- গরু ২টি- ডেউটিন ৯ বান- ভ্যানগাড়ি ১টি- নগদ ৩০ হাজার টাকা ও মুরগির বাচ্চা ১০০টি বিতরণ করা হয়।
উল্লেখ্য- ফাউন্ডেশনের সাথে একসাথে ভাল বিনোদন- ভাল আশা এবং একটি ভাল ভবিষ্যত স্লোগানে জাপান প্রবাসী বাংলাদেশীদের এবং জাপানিজদের সমন্বয়ে গঠিত রেজিস্ট্রার্ড সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন জাপান। বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের উদ্দেশ্য হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও জাপানের জনগণকে অর্থনৈতিক ও শারীরিক সহায়তা প্রদান করা এবং উভয় দেশের সীমানা ও ক্ষেত্র অতিক্রম করে বিভিন্ন কোণ থেকে সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে অবদান রাখা। বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ় করা এবং দৈনন্দিন জীবন- কল্যাণ- শিক্ষা- চিকিৎসা সেবা- পরিবেশ- দুর্যোগ-কৃষি-পশুপালন- ছোট ব্যবসার পুঁজি দান- এবং অর্থনীতির মতো ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে উভয় দেশের টেকসই উন্নয়নে অবদান রাখা এবং সাহায্য সহযোগিতা করা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮