সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো
দামপাড়াস্থ পুলিশ লাইনস ড্রিল শেডে বুধবার বেলা তিনটায় চট্টগ্রামস্থ পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) উপদেষ্টা, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আহসান হাবিব পলাশ। সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতেই প্রধান অতিথি থানা পর্যায়ে আবাসনের সমস্যার কথা তুলে ধরেন এবং ফোর্সদের খাবারের মান উন্নত করতে মেস ও ক্যান্টিন সিস্টেমে খাবারের খরচ ও মূল্যমান নির্ধারণ করা উচিত বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন পুলিশদের কাছ থেকে কাজ আদায় করতে হলে অবশ্যই তাদের মৌলিক চাহিদার উপর গুরুত্ব দিতে হবে। এছাড়াও তিনি পুলিশের ছুটি, ঝুঁকি ভাতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলোর সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন। সভায় তিনি বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম রেঞ্জ এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সহ সকল ইউনিটের পুলিশ সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য পুলিশের সকল ইউনিটকে সহনশীলতার সাথে ও আইনানুগভাবে কাজ করার নির্দেশনা দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮