প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৪, ৪:৫১ এ.এম
বাংলাদেশের পর্যটনকে আকৃষ্ট করতে কাপাসিয়ার দরদরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।।
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, বাংলাদেশের অগ্রগতির জন্য ও পর্যটনকে আকৃষ্ট করতে দরদরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশ পর্যটকদের মাধ্যমে বড় রাজস্ব আয় করছে। এটা বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব নিদর্শন আবিষ্কার। আজ আমরা একটা স্বপ্ন স্পর্শ করলাম। এটা বিশ্ব ঐতিহ্য হিসেবে পরিচিতি লাভ করবে।
শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঐতিহাসিক দরদরিয়া গ্রামে দুর্গ বা রানী ভবানীর দুর্গের ধ্বংসাবশেষ ও বিভিন্ন প্রত্নবস্তুর খনন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গাজীপুরের কাপাসিয়া দরদরিয়া গ্রামে দ্বাদশ শতাব্দীতে ইটনির্মিত ঐতিহাসিক দরদরিয়া দুর্গ বা রানী ভবানীর দুর্গের ধ্বংসাবশেষ ও বিভিন্ন প্রত্নবস্তুর সন্ধান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের-জাবি-েগবেষকরা। ইতিহাসে এই স্থাপনাটি একডালা দুর্গ নামেও পরিচিত। এই প্রত্নস্থলটি গত বছরের ২৬ ডিসেম্বর থেকে খনন শুরু হয়েছে। জাবির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই খননকাজ চলছে। এই কাজে যুক্ত আছেন তাঁর গবেষণা প্রতিষ্ঠান ঐতিহ্য অন্বেষণ এর বেশ কয়েকজন প্রত্নতাত্ত্বিক।
সংশ্লিষ্টরা জানান, দরদরিয়া গ্রামে বানার নদের পূর্ব পাড়ে ছিল ইতিহাসবিখ্যাত রানী ভবানী দুর্গের ধ্বংসাবশেষ। ধারণা করা হয় এটি বানিয়া রাজার আমলে নির্মিত। রানী ভবানী ছিলেন বানিয়া রাজার শেষ বংশধর। দুর্গটিকে অনেকে ‘রানীর বাড়ি’ নামেও ডাকে। ১২০৪ খ্রিষ্টাব্দে এ অঞ্চলে মুসলিম অভিযানের সময় রানী ভবানী ওই দুর্গে বসবাস করছিলেন। বলা হয়, বাংলার দ্বিতীয় স্বাধীন সুলতান শামস উদ্দিন ইলিয়াস শাহ ১৩৫৩ খ্রিষ্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক বাহিনীর হাতে আক্রান্ত হলে একডালা দুর্গে অবস্থান নেন। কিন্তু ফিরোজ শাহ তুঘলক ২২ দিন অপেক্ষা করেও সুলতান ইলিয়াস শাহকে পরাস্ত করতে পারেননি।
ঐতিহ্য অন্বেষণের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মেসবাহ কামাল, ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আফরোজা খান প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২