মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি।।
একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এই এলাকায় বাশবাড়িয়া-ভাইজোড়া খালের উপর থাকা সেতুটি ২ বছর আগে ভেঙে যায়। তারপর সেতুটি আর নির্মিত হয়নি।
এই সেতুটি পুনঃনির্মিত না হওয়ায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে বাশবাড়িয়া-কালীকাঠির জনসাধারণকে। এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।
প্রতিদিন শত শত স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের এ সাকো পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। এ ছাড়াও স্থানীয় নারী-পুরুষকে চিকিৎসার জন্য সদরে যেতে হয়।
স্থানীয়দের অভিযোগ, বিশাল এই জনগোষ্ঠীর জন্য ওই খালের ওপরে নেই কোনো সেতু। এ জন্য অবহেলিত এই জনপদের মানুষের দুঃখের শেষ নেই। কেউ মারা গেলেও তাকে কবরস্থানে নিয়ে দাফন করতে গেলেও পড়তে হয় নানা সমস্যায়।
স্থানীয় বাসিন্দা সোবাহান মিয়া জানান, ২ বছর পূর্বে সেতুটি ভেঙে যায়। এরপর আমরা স্থানীয়রা নিজস্ব অর্থায়নে একটি বাশের সেতু নির্মান করি। দ্রুত সেতুটি নির্মান করা না হলে এই এলাকার দুই গ্রামের সাধারন মানুষ সহ শিক্ষার্থীদের ও চরম দূর্ভোগ পোহাতে হবে।
পিরোজপুর এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী আঃ সত্তার জানান, শীঘ্রই সেতুটি পুনঃনির্মানে ব্যবস্থা গ্রহন করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮