প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ১১:০৪ এ.এম
বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়েছে মা বাবার কথা হয়তো অনেকেই ভুলে গেছেন মা-বাবাকে নিয়ে কিছু মূল্যবান কথা।।

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার।।
মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠর পর আপনি যখন দুনিয়ার মুখ দেখতে পেলেন- তখন থেকেই মা-বাবা দুই জনেরই খুব প্রিয় একমাত্র আপনি- অনেক সময় দেখা যায় ছেলে হোক কিংবা মেয়ে একটু বড় হলেই- মা-বাবাকে বাচ্চাদের অনেক চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয় তারপরে ও মা-বাবা দুই জনেই একসঙ্গে থেকে হলেও ছেলে মেয়েদের চাহিদা পূরণ করার চেষ্টা চালিয়ে যান- এতে অনেক সময় মা বাবা ক্ষতিগ্রস্ত হলেও সেটা আমাদের বোঝার উপায় থাকে না- এবং সেটা আমরা বোঝারও চেষ্টা করি না- তাই যারা এখনো মা-বাবা হননি তাদেরকে বলবো মা বাবাকে সম্মান করুন এবং মা-বাবাকে ভালোবাসেন- আপনি আজ আপনার মা-বাবাকে যেমন জানবেন ভবিষ্যতে আপনার ছেলে মেয়েও আপনাকে তেমনি জানবে কথাটি সকলে একটু ভেবে দেখবেন- আজ আপনি আপনার মা-বাবার সাথে খারাপ ব্যবহার করবেন ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে ও আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে- পৃথিবীর অদ্ভুত নিয়মে এ সকল কথা দৃশ্যমান রয়েছে যা আমরা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় কিংবা মহল্লা গুলিতে দেখে থাকি- পৃথিবীতে আসতে হলে যেমন মা-বাবাকে প্রয়োজন হয়েছে- তেমনি আপনার ছেলে মেয়ে ও আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করতে হয়েছে- ঠিক তেমনি আপনার মা-বাবাও আপনাকে অনেক কষ্ট করে লালন-পালন করেছে- আপনার ছেলে মেয়ে যদি আপনাকে একটু কষ্ট দেয় তাহলে আপনার কলিজাটা ভেঙে চৌচির হয়ে যায়- ঠিক তেমনি আপনার নিজের বাবা-মাকেও আপনি কষ্ট দিলে তাদের হৃদয় ভেঙে চৌচির হয়ে যায়- তখনই অনেক ধরনের কথা রোটে থাকে যাই হোক আমি আপনাদেরকে মা বাবা সম্পর্কে কিছু কথা বললাম যদি ভালো লাগে তাহলে আমার কথাগুলি মেনে চলবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের মন মতন চলবেন তবে একটি কথা মনে রাখবেন মা-বাবা ছাড়া এই পৃথিবীর আলো বাতাস আপনি কখনোই দেখতেন পারতেন না।
যাদের মা-বাবা এখনো জীবিত রয়েছে তারা অনেক ভাগ্যবান এখনো সময় আছে কোন ধরনের ভুল-ত্রুত মা-বাবার সঙ্গে করে থাকলে ক্ষমা চেয়ে নিবেন অন্যথায় মা-বাবা মৃত্যুবরণ করিলে আপনি যেমনটা আপনার মা বাবার সাথে করেছেন আপনার ছেলে মেয়েও তখন আপনার সাথে সেই রূপ আচরণ করিবে তখনই আপনার মা-বাবার কথা মনে হতে পারে দুর্ভাগ্যের বিষয় যখন আপনার মা-বাবার কথা স্মরণ হলো তখন আর মা-বাবা এই দুনিয়াতে নেই তাই বলি মা-বাবা বেঁচে থাকতে মা-বাবার আদর করা শিখুন এবং মা-বাবাকে ভালবাসুন দেখবেন দুনিয়াতেও আপনি শান্তি পাবেন এবং আখেরাতে ও আপনি শান্তি পাবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২