প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:৩১ এ.এম
বরিশাল-বরগুনা রুটে নতুন মিনিবাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।।

মোঃ আল আমিন মল্লিক
বেতাগী -বরগুনা- প্রতিনিধি।।
বরগুনার বেতাগী চান্দখালী বাজার বাসস্টান্ডে বরিশাল-বরগুনা রুটের "আমার দেশ আমার অহংকার - নামের নতুন মিনি বাস সার্ভিস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, গতকাল সকাল ১১টায় বরগুনার বেতাগী চান্দখালী বাজার বাসস্টান্ডে বরিশাল- পটুয়াখালী- কুয়াকাটা- মির্জাগঞ্জ- ও বরগুনা রুটে মির্জাগঞ্জ মালিক সমিতির অন্তর্ভুক্ত -আমার দেশ আমার অহংকার- নামের মিনি বাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা বলেন- এই বাস সার্ভিস এ অঞ্চলের যাত্রীদের জন্য নিরাপদ ও আরাম দায়ক হবে।
বাসমালিক মোঃ ফিরোজ বলেন- পূর্বেও মির্জাগঞ্জ মালিক সমিতির আওতায় এই রুটে আমরা আমাদের বাস সার্ভিস পরিচালনা করে আসছিলাম কিন্তু মাঝখানের দীর্ঘ সময় আমাদের সমিতির অধিকাংশ বাস বন্ধ করে বরিশল- পটুয়াখালী মালিক সমিতির কিছু বাস অবৈধ ভাবে পরিচালনা করে আসছিল। আমরা আমাদের বাস সার্ভিস ফিরে পেতে পটুয়াখালী জেলা প্রশাসককে অবহিত করি। জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের কাগজ পত্র যাচাই-বাছাই করা হয়- তাতে আমাদের আবেদনের সত্যতা প্রমাণিত হওয়ায় তিনি বরিশাল- পটুয়াখালী মাকিল সমিতিকে আবেদনের বিষয় বিঁধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন। কিন্তু তারা এ ব্যপারে কালক্ষেপণ করে। তাই আজ থেকে নতুন করে আমরা আমাদের লাইনে পুনরায় বাস সার্ভিস পরিচালনা শুরু করছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২