বরিশাল ব্যুরো ।।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু সংলগ্ন জোলাখালি এলাকায় প্রাইভেটকার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।সোমবার (৮ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছেন: বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৫৫) এবং একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাদের মৃধা ছেলে জাহাঙ্গীর মৃধা (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানান, বাকেরগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি সিএনজির সঙ্গে ঢাকা থেকে পটুয়াখালীগামী প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত পাঁচ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পাঠায় স্থানীয়রা।হাসপাতালে নাসির বিশ্বাসের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান জাহাঙ্গীর মৃধা। বাকি তিন জন শেবাচিম হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা নলছিটি থানার সেকেন্ড অফিসার এস.আই নাজমুল হাসান জানান, সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও প্রাইভেটকারটি দুটি জব্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮