বরগুনা জেলার প্রতিনিধি:
গতরাতে বরগুনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে বরগুনার জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা দেখা যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রেজাউল কবির রেজা এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন যে ঘটনাটি বরগুনার।
বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, বরগুনা সার্কিট হাউস মাঠের পূর্ব পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের বাইরের অংশে একজন ভিডিও ধারণকারীর নির্দেশে অপর এক যুবক একটি কাঠি জ্বালিয়ে নিক্ষেপ করছেন। কাঠিটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই স্মৃতিস্তম্ভের বহিরাংশ দাউ দাউ করে জ্বলে ওঠে।
স্মৃতিস্তম্ভটি দ্রুত জ্বলে ওঠার কারণে ধারণা করা হচ্ছে, এটির চারদিকে আগেই কোনো দাহ্য পদার্থ ছড়িয়ে রাখা হয়েছিল। তবে রাতের আঁধারের কারণে ভিডিওতে অগ্নিসংযোগকারী যুবককে স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন মুঠোফোনে কালবেলাকে বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮