মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
র্যাব ১২'র অভিযানে সিরাজগঞ্জে ও বগুড়ায় পৃথক অভিযানে ৩৪৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছেন র্যাব,
২৮ মার্চ ২০২৩ খ্রিঃ রাত ০২.৪০ ঘটিকায় র্যাব-১২’র আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার পৌরসভাধীন কাঠের পুল মোড়ে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ২৯ কেজি চাউল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ নূরুল হক ইসলাম বাদশা(২৩) আদিতমারী, জেলা-লালমনিরহাট।
একই দিনে র্যাব ১২'র আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন ছনকা বাজার সততা হোটেল এন্ড রেসটুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ ট্রাক এবং ০৩ টি মোবাইল জব্দ করা হয়।
মোঃ ফরিদুল ইসলাম(২২), আশিক আলী(২১), হাতিবান্দা, জেলা-লালমনিরহাট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ, বগুড়া জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮