তৌফিক এলাহি, বগুড়া:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বগুড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও তৎপরতা দেখা দিয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাস ও ট্রেনে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে ছুটে যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, বগুড়া সদর, শিবগঞ্জ, গাবতলী, ধুনট, শাজাহানপুর, সারিয়াকান্দি ও শেরপুরসহ বিভিন্ন এলাকা থেকে ৫০০ শতাধিক গাড়ি যাচ্ছে। পাশাপাশি অনেকেই ব্যক্তিগত উদ্যোগে মাইক্রোবাস ও প্রাইভেটকারে রাজধানীর পথে রওনা হয়েছেন।
এ ছাড়া ২৩ ডিসেম্বর থেকে প্রতিদিনই বগুড়া থেকে ঢাকাগামী ট্রেনে বিপুলসংখ্যক নেতাকর্মী যাত্রা করছেন। প্রতিদিন কয়েক দফায় ট্রেনে করে হাজারো নেতা–কর্মী ঢাকায় যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন,তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়—এটি গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন,
দীর্ঘদিন পর আমাদের নেতা দেশে ফিরছেন—এ কারণে সর্বত্র উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়েছে। প্রতিটি ইউনিট থেকেই স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন এবং দলীয় শৃঙ্খলা মেনেই কর্মসূচিতে অংশ নেবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮