তৌফিক এলাহি, বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জুট মিলে কর্মরত ২২ বছর বয়সী এক তরুণীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী রবিবার(৪ ডিসেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।মামলা সূত্রে জানা যায়,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা ওই তরুণী দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামে একটি জুট মিলে কাজ শুরু করেন। কর্মস্থলের কাছাকাছি হওয়ায় তিনি স্থানীয় ডিপুল ওরফে বিপুল (৩০) নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়ায় থাকতেন। গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময়ে বাড়ির মালিক ডিপুল ও তার দুই সহযোগী ভুক্তভোগীর কক্ষে জোরপূর্বক প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভয় ও আতঙ্কে তরুণী ঘটনাটি সঙ্গে সঙ্গে জানাতে পারেননি।পরে বাবার বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানান। পারিবারিক সিদ্ধান্তে তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ঘটনার সবদিক খতিয়ে দেখা হবে। অপরাধীরা যে-ই হোক, দোষীদের আইনের মুখোমুখি করা হবে বলে প্রত্যাশা জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮