
মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বগুড়া থেকে চুরি হওয়া একটি ট্রাকের ৪৬৬বস্তা মাছের খাবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার কাউসার মিয়ার দোকান থেকে গতকাল ২৪জুলাই বৃহস্পতিবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। মাছের খাবার বহনকারী ট্রাকের হেলপার তুষার মিয়াকে(৩২) পুলিশ গ্রেফতার করেছে। সে বগুড়ার ধনুট উপজেলার বাবলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২২জুলাই বগুড়ার শাহজাহানপুরের জামুন্না কোয়ালিটি ফিড কারখানা থেকে সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ৭১৪ বস্তা মাছের খাবার নিয়ে একটি ট্রাক কুমিল্লার চান্দিনার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকের চালক শামীম মিয়া ও হেলপার তুষার মিয়া শেরপুর থানার আওতাধীন এলাকায় পৌঁছলে ট্রাক মালিকের সঙ্গে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে মাছের খাবারের মালিক হাসান ইসলাম শেরপুর থানায় ট্রাক চালক শামীম মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
২৩জুলাই পুলিশ ট্রাক হেলপার তুষার মিয়াকে গ্রেপ্তার করে। তুষার মিয়ার দেওয়া তথ্যানুযায়ী রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার কাউসার মিয়ার দোকানে অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা মাছের খাবার উদ্ধার করে।
এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক এস এম আবু কাউসার দোকান মালিকের সমর্থিত সন্ত্রাসীদের কবলে পড়েন। ৭/৮ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এস এম আবু কাউসারকে এ সংবাদ প্রকাশে নিষেধ করে। অন্যথায় তাকে প্রাণনাশ করা হবে বলেও হুমকি প্রদান করে। এ ঘটনায় সাংবাদিক এস এম আবু কাউসার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাছের খাবার চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্ত করে সাংবাদিককে হুমকি দেওয়া সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।