এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী পরগণায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকালে রাধানগর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ আয়োজন করে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি।
সমাবেশে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে অভিযুক্ত বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় চলমান মাদক সেবন, ক্রয়-বিক্রয় ও বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উপদেষ্টা হাফেজ আতাউল হক সরকারের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন অংশগ্রহণ করেন। এতে আরও উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মাওলানা বিল্লাল হোসেন, সদস্য মাওলানা মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮