প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৬:৪০ পি.এম
ফ্যাসিস্টদের সহযোগি মোতোয়াল্লী আব্বাস উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ, তোফাজ্জল আলী ওয়াকফ এস্টেট

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরের বৃহত্তর তোফাজ্জল আলী ওয়াকফ এস্টেটের বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসর পলাতক নেতা মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোঃ খোদা বখস চৌধুরী সিএমপি কমিশনারকে নির্দেশ প্রদান করেছেন।
গতকাল ৭ অক্টোবর মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি কামাল হোসেনের নেতৃত্বে ছাত্ররা মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বরাবর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী আব্বাস উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ পেশ করলে তাৎক্ষণিক সিএমপি কমিশনার চট্টগ্রাম কে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ছাত্র প্রতিনিধি কামাল হোসেন জানান, আব্বাস উদ্দিন চৌধুরী একজন সন্ত্রাসী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বড় বড় নেতাদের ছত্রছায়ায় থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় জায়গা জমি জবরদখল সহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান হতে চাঁদাবাজী মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। বিশেষ করে ২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র - জনতার আন্দোলন চলাকালীন সময়ে তার মদদে ও অর্থ জোগানে চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট, মুরাদপুর কোতোয়ালী, নিউ মার্কেট, দামপাড়া, ওয়াসা, বায়েজীদ এলাকায় আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা চলিয়ে ছিল। ছাত্রনেতা ওয়াসিম হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল। রহস্যময় কারনে এই হত্যা মামলায় কেন আসামী করা হলো না তা প্রশ্ন থেকে যায়। অতিদ্রুত তাকে গ্রেফতারের জন্য জোর দাবি জানাচ্ছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২