প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ১১:০৭ এ.এম
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।।
শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের সখিপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী জিতু মিয়া বেপারি সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার -৫ অক্টোবর- দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারকারীদের বিচার দাবি করেছেন চরসেনসাস ইউনিয়নের সাবেক এ চেয়ারম্যান ব্যবসায়ী জিতু মিয়া বেপারি।
লিখিত বক্তব্যে জিতু মিয়া বেপারি বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে সুনাম ও সততার সাথে জনগনের পাশে থেকে কাজ করেছি। কিন্তু কতিপয় বিদ্বেষী পরশ্রীকাতর লোকজন তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য মিথ্যা- অসত্য অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কিছু কতিপয় অতিউৎসাহী মানুষ আমার বিরুদ্ধে লেখালেখি করেছেন। আমি জমি দখল করেছি, সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ইঁটভাটা করেছি- এবং আমাকে খুচরা মাছ বিক্রেতা বলা হয়েছে।
তবে আমি কখনোই এই কাজের সাথে জড়িত নই। আপনার তদন্ত করে দেখেন আমি কারও জমি দখল করেছি কি না। যদি কেউ জমি দখলের প্রমাণ দিতে পারে দেশের প্রচলিত আইনে বিচার আমি মাথা পেতে নিবো।
তিনি বলেন- আমাকে খুচরা মাছ ব্যবসায়ী বলে ছোট করা চেষ্টা করা হচ্ছে। তারা জানে এক সময় দক্ষিন তারাবুনিয়া আমাদের বরফ কল ছিলো। আমরা পূর্বে থেকেই সম্ভ্রান্ত পরিবারের। আমরা সব ভাই ব্রাদার মিলে গ্রামে একটা ছোট বাড়ি করেছি, সেখানে আমরা থাকি না- চাঁদপুরের বাড়িটি আমার স্ত্রীর নামে। আমি একটি ইট ভাটার মালিক আমার বাড়ি থাকতে পারে না! যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, তারা অনেককে শিখিয়ে দিচ্ছে মিথ্যা বলতে- কিন্তু মানুষ আমার বিষয়ে জানে মিথ্যা বলে না। তাই ওরা ২০২২ সালের একটি ভূয়া নিউজের বক্তব্য ব্যবহার করেছে। আমি কখনোই কারো সম্পত্তি দখল করে ইট ভাটা করি নাই- সরেজমিন ঘুরলে দেখতে পারবেন। আর মাছের যে ঘের দেখানো হয়েছে সেটা ইউনুস ব্রাদার্সের ঘের। আমার একটি ছোট পুকুর রয়েছে- সেটিকে প্রচার করতে অন্য কোম্পানীর ঘের দেখানো হয়েছে।
সর্বোপেরি- আমার জায়গায় আমি ঠিক রয়েছি। আমার সকল সম্পত্তির হিসাব আয়কর ফাইলে দেয়া আছে। শরীয়তপুরের সকল প্রকৃত সাংবাদিকদের কাছে আমার অনুরোধ এসব মিথ্যা অপপ্রচারকারী কথিত সাংবাদিকদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিবেন।
সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২