
দৈনিক আজকের বাংলা ডেস্ক:
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে মুহুরী নদীর বাঁধ ভেঙে আশরাফ ও তার ছোট ভাই আলী রাজের ঘর নদীতে তলিয়ে গেছে। মঙ্গলবার রাতে বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা পানির নিচে চলে যায়। আশরাফ জানান, তিনি কোনোমতে পরিবারকে নিয়ে এক কাপড়ে ঘর ছেড়েছেন।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১৭টি স্থানে নদীর বাঁধ ভেঙে অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী সদর, ফুলগাজী ও পরশুরামে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী। ফেনী-পরশুরাম সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে, দুই উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহও।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ঝুঁকিপূর্ণ বাঁধের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থা নেয়নি। ফলে ৪০ ফুট বাঁধ ধসে দক্ষিণ শ্রীপুর, বাসুরা, করইয়া ও আশপাশের গ্রাম ডুবে গেছে।