মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরে শনিবার পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস-২০২৫। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ, ফরিদপুরের উদ্যোগে এক বর্ণাঢ্য সমবায় রালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, জেলা প্রশাসক, ফরিদপুর ও জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবস- ২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, জেলা প্রশাসক, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮