
আহম্মেদ আল ইভান,
র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২৪/০৮/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানার কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মূল্যের আনুমানিক ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম খালিদ হাসান রাব্বি (২৪), পিতা- মোঃ ইউসুফ ফকির, সাং- চর জুয়াইর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, খালিদ হাসান রাব্বি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।