মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পশ্চিম চন্দ্রপাড়া গ্রামে সোমবার রাত ১১ টায় স্থানীয় বাসিন্দা নুর হোসেন খলিফার পৈত্রিক সম্পত্তি ও তার টিনের ঘর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ফারুক হোসেন খলিফা-সহ আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে।
সদরপুর থানায় অভিযোগ সূত্রে জানাযায়, নুর হোসেন খলিফার সাথে ফারুক খলিফা গং এর সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ সহ আদালতে মামলা চলমান। তারই জের ধরে সোমবার গভীর রাতে আঃ কাদের খলিফার ছেলে ফারুক খলিফা স্থানীয় আছমত খলিফা, শহিদ খলিফা, রহিম খলিফা, জিয়া শেখ, এরশাদ শেখ, ফরহাদ বেপারীসহ আরও ৭/৮ জন নিয়ে নুর হোসেন খলিফার পৈত্রিক সম্পত্তি ও তার টিনের ঘর জোরপূর্বক দখল করে।
নুর হোসেন খলিফার বলেন, আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান। এমতাবস্থায় ফারুক খলিফা তার দলবল নিয়ে রাতে জোরপূর্বক দখল করে। সকালে বাধা দিতে গেলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি আমার পৈত্রিক সম্পত্তি ফেরত চাই।
এ বিষয়ে ফারুক খলিফার কাছে জানতে চাইলে তিনি জানায়, এ সম্পত্তি আমি ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করেছি। আমি জোরপূর্বক দখল করি নাই।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, "এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে"।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮